Theater and Media Studies 1st semester Exam routine 2017

২০১৭ সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ (অনার্স) প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার সময়সূচী (পরীক্ষা কোড- ৫২০১) Theater and Media Studies (honours) 1st semester Exam routine 2017.

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ (অনার্স) প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়সূচী অনিবার্যকারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

nu edu bd theater and media homours 1st semester exam routine

বিঃদ্রঃ- > পরীক্ষা শুরুর ৪/৫ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nubd.info/admit) রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত  প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যাক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে ।

> প্রবেশপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে।

> প্রবেশপত্র ছাড়া কোনভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না |

৮. পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২/৩ দিন পূর্বে ওয়েব সাইট হতে প্রিন্টকৃত হাজিরাপত্র, রোল বিবরণীর প্রিন্টকাপিসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতাঁর কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহােদয়কে অনুরোধ করা হল ।

Download Theater and Media Studies 1st semester Exam routine

For more Information Like our Facebook page:

Leave a Comment